
নিজের জায়গা নিজের টাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করি আমি এখন সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি নই।
এমন আক্ষেপ করে চট্টগ্রামের জোড়ামতল আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা থেকে নাম বাদ দিয়ে অন্য ব্যক্তিকে করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডা: ইকবাল।
শনিবার ১৮ মার্চ বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন প্রবাসী। রাষ্টের উন্নয়নে তিনিও সহযোদ্ধা হিসেবে কাজ করতে চান। সে লক্ষে এলাকার শিক্ষা বিস্তারে অবদান রাখতে আমরা দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। সেই ধারাবাহিকতায় আমি ১৯৯৭ সালের ২০ মার্চ গ্রামের কিছু গন্যমান্য ব্যক্তি নিয়ে সোনাইছড়ী ইউনিয়নের জোড়আমতলস্থ আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য আমার বাস ভবনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। ২০.০৩.১৯৯৭ সালে এক সভায় রেজুলেশনের মাধ্যমে আমাকে সকলের সম্মতিক্রমে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসে্বে আমাকে স্বীকৃতি দেওয়া হয়। ঐ সময়ে মাদ্রাসার সন্মানিত সহ-সভাপতি ছিলেন,মোঃ আলী সাহেব এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত আব্দুল করিম সাহেব,যুগ্ন সম্পাদক ছিলেন মোঃ আলাউদ্দীন,অর্থ সম্পাদক ছিলেন শাহাজান সিরাজ চৌধুরীসহ অন্যন্য ব্যক্তিবর্গ। এদিন একটি প্রতিষ্ঠাতা কমিটি গঠিত হয়।আর এ সভায় রেজুলেশনে সকলেই সাক্ষর করেন। এরই ভিত্তিতে আমি ১৯৯৭ সালের ২৪ মার্চ মাদ্রাসা শিক্ষা দানের জন্য সর্বপ্রথম ০৯শতক জায়গা নিজস্ব খরচে দান করি।মাদ্রাসার আসবারপত্রের জন্য ১ লক্ষ টাকা প্রদান করা হয়।এর পর মাদ্রাসার জায়গা ক্রয় করার জন্য আরও এক লক্ষ টাকা প্রদান করি।আমার জায়গায় প্রায় ১০বছর পাঠদানের পর আরও ২ লাখ টাকা প্রদান করি আমি । আমি বিদেশ চলে যাওয়ার পর একটি চক্র পরিকল্পিত ভাবে আমাকে প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের আরোও বলেন আমি যেহেতু প্রথম ভূমি দাতা ও অর্থ দাতা। তাই আমাকে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে। এখন নতুন করে অনেকেই টাকা ও জায়গা দিবে তারা দাতা সদস্য হতে পারে কিন্তু প্রতিষ্ঠাতা হতে পারেনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার ইকবাল উর রশীদ চৌধুরী প্রকাশ ডাঃ বুলবুলের স্ত্রী শাহনাজ বেগম, ও মোঃ সোহেল।