[caption id="attachment_84159" align="alignnone" width="684"]
প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম।[/caption]
‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্যে সীতাকুণ্ডে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। রোববার সকালে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন-ইপসা সীতাকুণ্ড এইচ আরডিসি ক্যাম্পাসে র্যালির মাধ্যমে এ আয়োজনের কার্যক্রম শুরু হয়।
পরে পিকেএসএফ এর কারিগরি সহযোগিতায়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে, "প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন" শীর্ষক কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে, বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_84160" align="alignnone" width="667"]
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন-ইপসা সীতাকুণ্ড এইচ আরডিসি ক্যাম্পাসে সীতাকুণ্ডে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপন শুরু হয় র্যালির মাধ্যমে।[/caption]
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম।
ইপসার আইডিপিডিপি প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোঃ মাহিনুল ইসলামের সঞ্চালনায় সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার, মো: তোফায়েল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি, মো: নূরনবী, ইপসা-মুরাদপুর শাখার শাখা ব্যবস্থাপক সুখময় বড়ুয়া, সমন্বিত কৃষি ইউনিটের কৃষি অফিসার,মিহির মজুমদার, প্রাণিসম্পদ অফিসার মোঃ গোলাম সারোয়ার, মৎস অফিসার মো: শাদমান সাকিব, মাইনুল ইসলাম।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত