


সীতাকুণ্ডে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সীতাকুণ্ড পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর প্রেমতলার পূর্ব পার্শ্বে এক আইনজীবীর প্রায় লক্ষ টাকার ইউকালেক্টর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ( ৩০ মার্চ) সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় ক্ষতিগ্রস্থ আইনজীবী একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সীতাকুণ্ড পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর প্রেমতলার পূর্ব পার্শ্বে বিএস খতিয়ান নং-৫০৮, নামজারী খতিয়ান নং-৩৬৫১, দাগ নং-২০৯৯, মোট জায়গার পরিমাণ-২৫ শতকের আন্দর.৫ (আধা) শতক জমিতে দুই সারিতে বিশ টি ইউকালেক্টর গাছ রোপন করেন। বিশাল আাকৃতির গাছগুলো দৃর্বৃত্তরা কেটে ফেলেছে দূর্বৃত্তরা। জমিসংক্রান্ত বিরোধে প্রতিহিংসায় আটটি গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড কলেজ রোডস্থ পৌরসভার ০৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর এলাকার মৃত শামসুল আলমের পুত্র মোঃ মেজবাউদ্দিন চৌধুরী (মিঠু) (৪০)কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিক মৃত ইসরাইলের পুত্র আইনজীবী মোঃ খুরশিদ আলম।
ক্ষতিগ্রস্ত আইনজীবী বলেন, সীতাকুণ্ড থানাধীন মধ্যম মহাদেবপুর প্রেমতলার পূর্ব পাশে ০৫নং ওয়ার্ডে তফসিলভুক্ত সম্পত্তি থেকে আটটি গাছ জোরপূর্বক কেটে ফেলে। বিবাদীকে এমন কাজ কারা থেকে বিরত থাকতে বললে বিবাদী আমার কথার কোন কর্ণপাত না করে আমাকে ও আমার ছেলে তাহমিদ ইসরাইল (১৮) কে অকথ্য ভাষায় গালগালাজ করা সহ মারপিট করতে উদ্যত হয়। এ বিষয় নিয়ে আমি যদি কোন মামলা মোকদ্দমা করি তাহলে আমাকে ও আমার পরিবারের সাবাইকে খুন করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদী আমার লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ক্ষতি সাধন করেছে। আমি বিষয়টির সুষ্ঠ বিচার এবং ক্ষতিপূরণ দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার উপ পরিদর্শক নুরুল আমীন জাহেদ বলেন, কেটে ফেলা গাছের ছবিসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।














