চেম্বার সভাপতির সাথে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের মতবিনিময়ে
বে-টার্মিনাল নির্মাণ বন্দর সম্প্রসারণ ও উন্নত যোগাযোগে গুরুত্বারোপ

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের নিকট প্রস্তাবনা হস্তান্তর করছেন পর্ষদ নেবৃতৃন্দ। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ নেতৃবৃন্দ দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে মতবিনিময় করেন।

বুধবার (১৪ জুন) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে পর্ষদের নেতৃবৃন্দ চেম্বার সভাপতিকে শুভেচ্ছা জানান এবং বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে তাদের বিভিন্ন প্রস্তাবনা সম্পর্কে অবহিত করেন। পর্ষদের সভাপতি এস.এম. সিরাজুদ্দৌলা বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের প্রস্তাবনাসমূহ চেম্বার সভাপতির নিকট হস্তান্তর করেন। যার অনেকগুলো ইতোমধ্যে বর্তমান সরকার সম্পন্ন করেছে। এসময় অসম্পন্ন প্রস্তাবনাসমূহ শীঘ্রই বাস্তবায়নে চেম্বার সভাপতির সহায়তা কামনা করেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এ লক্ষ্যে অতি সত্তর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়ন করা বিশেষভাবে জরুরী। তিনি বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের উত্থাপিত বিদ্যমান প্রস্তাবনাসমূহের সাথে বে-টার্মিনাল নির্মাণ, বন্দরের সম্প্রসারণ, অস্থায়ী জেটি নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ সড়ক ও রেল যোগাযোগের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার বিষয়টি সংযুক্ত করার পরামর্শ দেন।

মাহবুবুল আলম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সাথে একযোগে কাজ করার ঘোষণা দেন। এ সময় চেম্বার পরিচালক মাহবুবুল হক চৌধুরী (বাবর)-সহ পর্ষদের সহ-সভাপতি কাজী গোলাপ রহমান, মহাসচিব সালেহ আহমেদ সুলেমান, অতিরিক্ত মহাসচিব রেখা আলম ও যুগ্ম সচিব কুতুব উদ্দিন বক্তব্য রাখেন।

শেয়ার করুন