হাটহাজারী আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিলে বক্তারা
আল্লাহ রহমত নিয়ে আসে আত্মশুদ্ধির মাস রমযান

হাটহাজারী আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। ছবি : নয়াবাংলা

মাহে রমযান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। মহান আল্লাহ তা’আলা এই মাসকে উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই মাসে কিছু অসাধু ও সুবিধাভোগী ব্যবসায়ী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকা পণ্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া করে অধিক মুনাফা লাভের আশায় সাধারণ মানুষকে কষ্টেপতিত করছে।

হাটহাজারী ডিগ্রী কলেজ সংলগ্ন মুনতাহা ম্যানসনে হাটহাজারী আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। তিনি এইসব বিষয়ে সঠিক নজরদারী করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালকমন্ডলী ও সদস্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন এইচ এম শহীদুল্লাহ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী, হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ নুরুল করিম তারেক, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মনিরুল ইসলাম, মুহাম্মদ বেলাল হোসেন, মুহাম্মদ ইমরুল হক, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আখতারুজ্জামান, নজরুল ইসলাম, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ আলী আকবর, এইচ এম মহিউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন