
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
শনিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা গুলশানস্থ বাসভবন ফিরোজায় গিয়ে খালেদার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান ও নজরুল ইসলাম খান। জানা গেছে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত একে একে ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা।
পরে তারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সেখান থেকে বের হয়ে যান।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, উনি (খালেদা জিয়া) কারাগারে যাওয়ার পর উনার সঙ্গে সাক্ষাৎ আমাদের অনেক সীমিত ছিল। বাসায় আসার পর এই ঈদের দিনগুলোয় আমরা তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। উনি এখনো বেশ অসুস্থ। এখনো তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা সবসময় তাকে মনিটরিং করছেন।
আজকের এ সৌজন্য সাক্ষাতে তিনি (খালেদা জিয়া) আমাদের কুশল জানতে চেয়েছেন। পাশাপাশি দলের যেসব নেতাকর্মী কারাগারে আছেন, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। এবং তাদের (কারাবন্দী নেতাকর্মী) যে কষ্ট সে সম্পর্কে তিনি অবহিত আছেন। হাজার হাজার মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই সম্পর্কে তিনি অবহিত আছেন। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতির অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে, সেই বিষয়গুলোও তিনি অবহিত আছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, সাক্ষাৎকারের পুরোটা সময় দেশ ও দেশবাসী এবং ভবিষ্যৎ সম্পর্কে নেত্রী জানতে চেয়েছেন। অনেকদিন পর উনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা সবাই কিছুটা আবেগে আপ্লুত ছিলাম। আমরা আশা করি উনার সঙ্গে আগামীতে আমাদের আরও ঘন ঘন সাক্ষাৎ হবে এবং উনি সামনে বেরিয়ে আসবেন
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত