অনুপস্থিত ছিল ১ হাজার ৬০৭ শিক্ষার্থী। শতকরা হিসেবে অনুপস্থিতির হার ১ দশমিক ১৪ শতাংশ।
রবিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন চট্টগ্রাম জেলায় প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল (মহানগরসহ) ৯৮ হাজার ৫৯৪ জন, কক্সবাজার থেকে ২১ হাজার ৪০৪ জন, রাঙামাটি থেকে ৬ হাজার ১৭৮ জন, খাগড়াছড়ি থেকে ৭ হাজার ৭৩ জন এবং বান্দরবান থেকে ৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ জানান, আজ শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষাবোর্ডের আওতাধীন মোট ২১৬ কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত