
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন বলেছেন, ‘মাছে ভাতে বাঙালী’ কথাটি পরিবর্তন হয়ে ডালে ভাতে বাঙালী হয়ে গিয়েছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুর প্রসারী চিন্তা মহৎ উদ্যোগে আমরা আবার আমাদের পাতে মাছ পাই, মাছ দিয়ে ভাত খাই, গর্ব করে বলি ‘মাছে ভাতে বাঙালী’। এরই ধারাবাহিকতায় সরকারের উর্ধতন সভায় ও এক্সপার্টের মতামত নিয়ে এই ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সীতাকুণ্ড উপজেলা কনফারেন্স রুমে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
সাগরে পঁয়ষট্টি দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই মাছ ধরা বন্ধ থাকবে।
এ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা কনফারেন্স রুমে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, কোস্টগার্ড কন্টিজেন্ট ভাটিয়ারী কমান্ডার মো: মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ; সীতাকুণ্ড মডেল থানার এস. আই মোঃ আবদুল্লাহ আল মামুন ; নৌ-পুলিশ ফাঁড়ির এ.এস.আই মোঃ রায়হান উদ্দিন, জলদাশ ফেডারেশনের সভাপতি লিটন দাশ এবং সহসভাপতি উপেন্দ্র দাশ প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন আরোও বলেন, মাছ ধরা বন্ধ ঘোষণা করা হলেও আপনারা বিকল্প কাজ করে উপার্জন করার চেষ্টা করবেন। সরকারিভাবে যে গরুর বাছুর, সেলাই মেশিন দেওয়া হয়েছে তা পরিচালনা করে সংসারে হাল ধরতে হবে। মাছ ধরা বন্ধ থাকলে আপনার লাভ। আমরা মাছ ধরবো না। ৬৫ দিন পর আপনারাই মাছ ধরবেন। লাভবান আপনারাই হবেন।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী বলেন, জেলেদের মাছ ধরা বন্ধকালীন জেলেদের মাঝে চাল বিতরণ করার হবে। যাতে খাদ্য সংকটে না পড়েন। এছাড়াও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। বিশেষ করে লোন নেওয়ার ব্যাপারে কৃষি ব্যাংকের সঙ্গে জেলেদের সমন্বয় করে দেওয়া হবে।