সীতাকুণ্ডে তরুণ কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

সীতাকুণ্ডে তরুণ কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোর প্লান্ট উৎপাদনের লক্ষ্যে ৫ দিনব্যাপী তরুণ কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের সমাপনী দিনে ৮০ জন তরুণ তরুণী কৃষি উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী-র সভাপতিত্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ তাহমিনা আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার স্বর্ণা।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।

তিনি বলেন উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি’র অর্থায়নে ৫ দিনব্যাপী ৮০জন তরুণ- তরুণী কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে ছাদ কৃষি, আঙ্গিনা কৃষি, বিভিন্ন ধরনের গাছের যত্ন, ক্যাকটাস, মানিপ্লান্ট, অর্কিড, অ্যাডেনিয়াম এর চারা উৎপাদন ও যত্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষনার্থীগণ নিজেরা স্বাবলম্বী হবেন।

প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে প্রশিক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করেন মোঃ সোহেল রানা ও আলেয়া বেগম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকুন্ড উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন বলেন, সরকার কৃষি ক্ষেত্রে সব সময় সর্বাধিক গুরুত্ব প্রদান করে আসছে। তাই কৃষি ক্ষেত্রে প্রশিক্ষিত জনবলের গুরুত্ত অত্যন্ত বেশি।

আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আপনারা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন, দেশকে সমৃদ্ধ করবেন।

সীতাকুন্ড উপজেলার অনাবাদি পতিত জমিতে সরিষা আবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধান অতিথি সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথি আলহাজ্ব এস এম আল মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ বারৈয়াঢালা ইউনিয়ন এর দিদারুল আলম কে ৭০ ভাগ উন্নয়ন সহায়তার আওতায় একটি ধান কাটা মেশিন- রিপার বিতরণ করেন।

শেয়ার করুন