
কয়েক দিনের টানা বর্ষণ এবং পাহাড়ী ঢলের পানিতে ঢুবে গেছে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল। রাস্তা-ঘাট পানির নিচে। যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। পানিতে বাসছে হাটহাজারীর বাসিন্দারা। স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে। তলিয়ে গেছে শত শত একর রূপা ফসল। পাশাপাশি বহু পুকুর ডুবে চাষের মাছ চলে গেছে বানের পানিতে। বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে বন্যার পানির স্রোতে।
গত কয়েকদিন ধরে বিরতিহীন ভাবে বৃষ্টির কারণে হাটহাজারীর পশ্চিমের পাহাড়গুলো ধসে পানহানির আশঙ্কাও দেখা দিয়েছে। শত শত পরিবার পাহাড়ে বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে। উপজেলার ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, লাঙ্গলমোড়া, ছিপাতলী, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা মেখল গড়দুয়ারা সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের বাড়ি ঘরে এখনো হাঁটু পানিতে ডুবে আছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইসব পরিবারগুলোর দুর্ভোগ পোহাচ্ছে।
যেখানে গাড়ি চলাচল করার কথা সেখানে এখন নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার মানুষের। হালদানদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার ছোট ছোট বাজারগুলোতে বাজার বসতে পারছে না। পৌরসভার মোহামামদ পুর গ্রাম, মেহেদী পাড়া এমনকি কামাল পাড়াসহ কয়েকটি গ্রাম বর্তমানে বন্যার পানিতে ভাসছে। বন্যা দুর্গত এলাকার অধিকাংশ পরিবারে রান্নার চুলাও জ্বলেনি। তারা পানি ও শুকনো খাবার এমনকি দুর-দুরান্ত থেকে পানির উপর দিয়ে হেটে হোটেল থেকে খাবার আনতে হচ্ছে। হাটহাজারী উপজেলার আওতাধীন ১নং দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনীসহ হাটহাজারী পৌরসভার পশ্চিম পাহাড়ের পাদদেশে বসবাস করছে শত শত পরিবার। বৃষ্টির কারণে পাহাড় ধসের সংঙ্কা করছে স্থানীয়রা। দ্রত এইসব এলকা থেকে লোকজন সরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় ২০০৭ সালের মত পাহাড় ধসে প্রাণহানির ঘটনা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পাহাড়তলী সন্দ্বীপ কলোনী এলাকায় নির্বিচারে প্রতিদিন পাহাড় কাটার কারণে পাহাড় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সন্দ্বীপ কলোনীসহ আশ-পাশ এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী নির্দেশ দিয়েছেন। কিন্তু কেউ পাহাড় ছেড়ে যেতে চায়নি। বন্যার কারণে কয়েকটি গ্রামের ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রাখা হয়েছে।
উপজেলার লাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, মোহাম্মদপুর, ফটিকা, উত্তর মাদার্শা, চিকনদন্ডী, দক্ষিণ মাদার্শা সহ প্রভৃতি এলাকায় সরোজমিনে পরিদর্শন করে দেখা গেছে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে আছে। বাড়ি ঘরের চারদিকে সাগরের মত থৈ থৈ করছে বন্যার পানি। এইসব এলকায় রাস্তাঘাটে ও বাড়ি ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধ কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এইসব এলাকায় উপজেলা প্রশাসন থেকে তেমন কোন সাহায্য সহোযিগীতায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান বন্যায় দুর্গত এলাকার লোকজন।