
বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ শিব শংকর শীল মহোদয়কে ফুলেল শুভেচছা জানিয়েছে সীতাকুণ্ডের আদর্শ সাংস্কৃতিক সংগঠন সৃজনী ললিতকলা একাডেমির নেতৃবৃন্দ । ২৩/৫/২০২৩ ইং মঙ্গলবার সকাল বেলায় এই সংগঠনটির নেতৃবৃন্দরা তাঁকে শুভেচ্ছা জানাতে কলেজে উপস্থিত হন । এই সময় কলেজের বিজ্ঞান শিক্ষক ফেরদৌস কামাল স্যার উপস্থিত ছিলেন । সৃজনীর কর্মকর্তা চারুকলা শিক্ষক আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার গিয়াস উদ্দিন টিটু, সৃজনী ললিতকলা একাডেমির সভাপতি শিল্পী নন্দন রায় এর সাথে কুশল বিনিময় করে সাংস্কৃতিক কার্যক্রমে সব সময় সহযোগিতা করবে বলে জানান অধ্যক্ষ শিব শংকর শীল । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গনিত বিষয়ে অর্নাস মাস্টার্স শেষ করে সাতকানিয়া মহিলা কলেজে অধ্যক্ষ পদে দীর্ঘ দিন নিযুক্ত ছিলেন।তিনি হাটহাজারী উপজেলার পৌরসভাধীন দেওয়ান নগৱ এলাকার বাসিন্দা। তিনি প্রথমে ভোলা জেলাৱ একটি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পৱবতীতে পটিয়ায় একটি স্বনামধন্য কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২ই মে কলেজে অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি । বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে বিদায়ী অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর অবসর কালীন পরবর্তীতে শিব শংকর শীল কলেজের সকল পর্যায়ে মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেনএমন আশাবাদ ব্যাক্ত করেন, কলেজের শিক্ষক ও সচেতন নাগরিক মহল ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত