
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক নৌ-পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এম.পি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, ডা. মো. আফছারুল আমীন চিকিৎসার মতো মহান পেশায় থেকে আজীবন জনমানুষের সেবা করেছেন। একজন রাজনীতিকের জীবনে মানব সেবাই মূল লক্ষ্য। ডা আফসারুল আমিনের মৃত্যু আওয়ামী রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। ডা আফসারুল আমিন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ নেতৃত্ব দিয়ে গেছেন।
নাছির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত