পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়ির সংবাদ সম্মেলন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ছোট বাকলিয়ার চাঁদার বাড়ীর ৮০ বছরের বৃদ্ধা আছিয়া খাতুন তাঁর সাজানো সংসারে মিথ্যা মামলা ঠুঁকে দিয়ে ছেলে ও নাতিকে গ্রেফতার ও অনৈতিক সুবিধা আদায়ের অভিযেগ তুলেছেন ছেলের বউয়ের বিরুদ্ধে। রোববার দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ৮ ছেলে ৩ মেয়ে প্রতিষ্ঠিত। পারিবারিকভাবে এলাকায় আমাদের ঐতিহ্য রয়েছে। কিন্তু ৫ম ছেলে মোহাম্মদ নেজাম উদ্দিনের স্ত্রী ফারিয়া আলম আমার ৭ ছেলে ও তিন মেয়ের সমস্ত সম্পদ অবৈধভাবে দখল করার পাঁয়তারা করে আসছিল দীর্ঘদিন ধরে। অনৈকভাবে ম্যানেজ করে আমার পরিবারে চাপ সৃষ্টি করে।
আছিয়া খাতুন বলেন, গত ৯ মে রাত ৯টায় ফারিয়া ও তার ভাই আসিফসহ ৮/৯ জনের সন্ত্রাসী বাহিনী আমার ছেলে মোহাম্মদ রফিককে হত্যার হুমকি দেয়। তারা দেড় কোটি টাকা চাঁদা দাবি করে। পরদিন একই কায়দায় সন্ত্রাসী বাহিনী আমাদের বাসায় ঢুকে হামলা ও ভাংচুর করে এবং চাঁদার টাকা দাবি করে।

তিনি বলেন, আমার সুইজারল্যাণ্ড প্রবাসী ছেলে রফিককে হত্যার হুমকি ও মারধর করার পর আমার ছেলে নেজাম উদ্দিনের স্ত্রী ফারিয়া আলম বাদি হয়ে একটি চাঁদাবাজি মামলা করে। এতে আমার ছেলে রফিক, তার স্ত্রী শারমিন সুলতানা, আমার ছেলে আমিনুল, রাশেদ ও আমার নাতি আরিফকে আসামি করে।
আছিয়া খাতুনের প্রশ্ন, আমার এক ছেলে রফিক সুইজারল্যাণ্ড প্রবাসী। তার মাসিক আয় বাংলাদেশী টাকায় ৫ লাখ। সে দেশে এক মাসের জন্য এসেছেন। সে কি চাঁদাবাজি করতে পারে।
সংবাদ সম্মেলনে আছিয়া খাতুনের ছেলে আমিনুল ইসলাম, মো.রফিক, রাশেদ উদ্দিন, আরিফুল ইসলাম, মেয়ে কামরুন নেছা, পুত্রবধু শারমিন সুলতানা, আরফা আকতার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন