সীতাকুণ্ডে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ রেজাউল করিম বাহার।

নানা আয়োজনের মধ্যে দিয়ে সীতাকুণ্ডে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে ইপসা’র  আয়োজনে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে সোমবার (৫ জুন) সকালে গুলিয়াখালী বিচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে গুলিয়াখালী গাড়ি পার্কিং চত্বর থেকে এক শোভাযাত্রা গুলিয়াখালী বিচে যায়। শোভাযাত্রায় মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ রেজাউল করিম বাহারসহ ইপসা’র কর্মকর্তাবৃন্দ, গুলিয়াখালী বিচের সার্ভিস প্রোভাইডারগণ অংশ নেন।

এর আগে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবারের পরিবেশ দিবসের শ্লোগান ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’’ শ্লোগানটি যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সকলের অংশগ্রহণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষিত রাখার পাশাপাশি ধরিত্রীকে টিকিয়ে রাখার স্বার্থে শ্লোগানটি নতুন করে আমাদেরকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গুলিয়াখালী চত্তরে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইপসা সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ রেজাউল করিম বাহার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নেওয়াজ মাহমুদ।
ইপসা ইকোট্যুরিজ প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হাকিম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচ ব্যবস্থাপনা কমিটির মেম্বার মোঃ মফিজুর রহমান, গুলিয়াখালী বিচ বোট ও সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম,মুরাদপুর ইডিপি শাখা ব্যবস্থাপক সুখময় বড়ুয়া, ইপসা সীতাকুণ্ড শাখা ব্যবস্থাপক জুলহাস উদ্দীন, আরএমটিপি প্রোগ্রাম ম্যানেজার সুমন দেবনাথ, ইপসার আইডিপিডিপি প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোঃ মাহিনুল ইসলাম, সমন্বিত কৃষি ইউনিটের কৃষি অফিসার মিহির মজুমদার, প্রাণিসম্পদ অফিসার মোঃ গোলাম সারোয়ার, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌতম বিশ্বাস, ইপসা ইকোট্যুরিজ প্রজেক্টের এডমিন এন্ড একাউন্ট মোঃ হোসাইন ভূঁইয়া প্রমুখ।