
আসসালামু আলাইকুম। আমি হাটহাজারী থানার ক্ষতেহপুর মদনহাট এলাকার গোড়া চাঁদ মিয়া বাড়ির মোহাম্মদ শাহজাহানের স্ত্রী হই। আজ আপনাদের কাছে এক ডরাক্রান্ত হৃদয়ে হাজির হয়েছি আমার ছেলেকে তার মাদরাসায় শিক্ষক ও দারোয়ান কর্তৃক একাধিকবার বলৎকারের (ধর্ষণ) এবং এ বিষয়ে আদালতে মামলার দায়ের হলে তা তুলে নিতে হত্যার হুমকি এবং থানা পুলিশের আইনী সহযোগিতা না পাওয়ার বিষয়ে তুলে ধরতে।
২০২২ সালে আমার ১৩ বছর বয়সী একমাত্র সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুন বাগান তালীমুল কুরআন মাদরাসায় হাফেজী বিভাগে ভর্তি করায়। সেখানে আমার সন্তান আবাসিক ছাত্র হিসেবে থাকত। মাদরাসাটির শিক্ষকদের সম্পর্কে প্রথমে আমাদের ভালো ধারণা থাকলেও ছেলেকে ভর্তি করানোর কয়েক মাসের মধ্যে শিক্ষার্থীদের বেশ কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারি এ মাদ্রাসায় আবাসিক ছাত্রদের শিক্ষক, কর্মচারী ও পরিচালকরা নানা কৌশলে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন। প্রথমে অভিভাবদের এ তথ্য বিশ্বাস না হলেও ছেলের ভর্তির দুই মাস না যেতেই আমার সন্তানের উপরও শুরু হয় এরকম পাসাষবিক যৌন নিপীড়ন।
আমার সন্তান ইব্রাহিমের উপর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আজহার উদ্দিনের যৌন নিপীড়নের কারণে সে (ইব্রাহিম) হেফজখানা থেকে পালিয়ে যাওয়ার চেস্টা চালায়। আমি তাকে দেখতে মাদরাসায় আসলে সে মাদরাসাটিতে আর পড়বেনা বলে কান্না কাটি করতে থাকে। কি কারণে সেখানে পড়বে না জানতে চাইলে সে চুপ করে থাকে।
প্রিয় সাংবাদিক ভাইরা
মাদরাসায় ভর্তির কয়েকমাস পর ছেলের এমন অস্বাভাবিক অনীহার কারণ জানতে চাইলে ইব্রাহিম আমাদের জানান, গত বছরের ২৮ মার্চ রাত ১টায় মাওলানা আজহার উদ্দিন আমার ছেলেকে জোর করে তার কক্ষে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে মাদরাসার দারোয়ান মোহাম্মদ আনোয়ার বিষয়টি কাউকে জানানো হলে আমার ছেলেকে গলাকেটে হত্যা করা হবে বলে ভয় দেখায়। এরপর আমার ছেলে যৌন নিপীড়নের শিকার হয়ে বাড়িতে চলে আসতে চাইলে তাকে ছুটি না দিয়ে মাদরাসায় একপ্রকার আটকে রেখে একাধিক বার ওই শিক্ষক ও দারোয়ান যৌন লালসার মেঠায়। সর্বশেষ চলতি বছরের ৭ মে রাত ১২ টায় মাদরাসার দারোয়ান আমার ছেলেকে ভয় দেখিয়ে শিক্ষক আজহার উদ্দিনের কক্ষে নিয়ে যায়। সেখানে আমার মাসুম ছেলেটির উপর যৌন নির্যাতন চালায়। বিষয়টি পরদিন আমার ছেলে আমাদের জানালে আমরা মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তৈয়বসহ সংশ্লিষ্টদের জানায়। তারা আমাদের কোন আইনী পদক্ষেপ না নিতে ভয়ভীতি দেখায়। আমাদের নানা মামলায় ফাসিয়ে দিবে বলে হুমকি দেয়।
প্রিয় সাংবাদিকরা
আমার সন্তান ১৪ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করি। যেখানে ১৬ মে পর্যন্ত সে চিকিৎসাধীন দিন। হাতान কর্তৃপক্ষ আমার দেনে যৌন হেনস্তার শিকার হয়েছে বলে প্রতিবেদন দেন। আমরা আইনী পদক্ষেপ নিতে স্থানীয় খুলশী থানায় গেলে পুলিশ আমাদের মाना ा নিয়ে নানা গড়িমণি করতে থাকে। পুলিশের অসহযোগিতার কারণে থানায় আইনী সহায়তা চাইনি। পরে জানতে পারি, থানা পুলিশের সঙ্গে মাদরাসার পরিচালক হাজেরা তৈয়বের সখ্যতা থাকায় মাদরাসাটিতে ঘটে যাওয়া একাধিক ধর্ষণ, বলৎকার ও হত্যার ঘটনা দামাচানা পড়ে যায়। গত ২৮ মে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনान নং- ০৬ আমি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)/৩০
ধারায় একটি ফৌজধারী মামলা দায়ের করি। মামলায় মাদরাসাটির নির্বাহী পরিচালক মাওলানা আজহার উদ্দিন (৪২) ও দারোয়ান মো. আনোয়ারকে (৩৮) আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে খুলশী থানাকে তদন্তের নির্দেশ দিলেও পুলিশ অদ্যাবধি কোন ব্যবস্থা গ্রহণ না করে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় আসামী আজহার উদ্দিন ও আনোয়ার এবং মাদরাসার পরিচালক হাফেজ তৈয়ব আমাকেসহ আমার স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা
সেগুন বাগান তালীমুল কুরআন মাদরাসায় গত দুই বছরে বেশ কয়েকজন ছাত্র বলৎকারের শিকার হয়েছে শিক্ষকদের দ্বারা। এছাড়া শিক্ষার্থীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ারও ঘটনা ঘটেছে ইদানিং। মাদরাসার পরিচালক হাফেজ তৈয়র একজন বলৎকার হিসেবে চিহ্নিত। তার দ্বারা বেশ কয়েকজন ছাত্র বলৎকারের শিকার হয়েছেন। হাফেজ তৈয়বের বিরুদ্ধে শিক্ষার্থী ইমাম হত্যা মামলা রয়েছে খুলশী থানায়। মামলা নং- ০৯ / তারিখ-২/০৩ /2017 1 বায়েজিদ থানায় সিআর মামলা নং-৫৬৪/২০২১, তারিখ-৮/১২/২০২১ ইং, হাটহাজারী থানায় মামলা নং-০৬ (৭) ২০১৫ ইং বায়েজিদ থানায় জিআর মামলা নং- ১৩/৩৩১, তারিখ- 06/09/2017 ইং মামলা রয়েছে।
প্রিয় ভাইরা
ছেলেকে বলৎকারের বিচার চেয়ে আদালতে মামলা করে আমরা নিরাপত্তাহীনতাই ভোগছি। আসামিদের লোকজন আমাদের মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। এলাকায় এসে নানা ভয়ভীতি দেখাচ্ছে। মামলা তুলে না নিয়ে আমাদের স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। এব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রয়ার প্রধান, ডিআইজিসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।