

মহান মুক্তিযুদ্ধে শহীদ মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর আত্নত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত “মৃতুঞ্জয়ী মিত্র” ভাস্কর্য্যে ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড: গগন পারিক ও প্রফেসর ড: অনুপ কুমার ঘোষের পুস্পস্তবক অর্পণ।
সীতাকুণ্ডে সফরে আসা ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড: গগন পারিক ও প্রফেসর ড: অনুপ কুমার ঘোষ মহান মুক্তিযুদ্ধে শহীদ মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর আত্নত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (৩জুলাই) সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত “মৃতুঞ্জয়ী মিত্র” ভাস্কর্য্যে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।

এ সময় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান তাদের সঙ্গে ছিলেন।

চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছলে ইপসা ইকো-ট্যুরিজম শিল্পের উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে শ্রী শ্রী সীতা মন্দির, ভবানী মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, ভৈরব মন্দির, ব্যাসকুণ্ড, শংকর মঠ মিশন ও বিশ্বনাথ মন্দির দর্শন, পূজা ও প্রণাম করেন।