[caption id="attachment_8526" align="aligncenter" width="720"]
গাউছিয়া খানকায়ে চিস্তিয়া দরবার শরীফের ইফতার মাহফিল। ছবি : নয়াবাংলা[/caption]
দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়াস্থ নুর হোসেন কণ্ট্রাক্টরের বাড়ির গাউছিয়া খানকায়ে চিস্তিয়া দরবার শরীফ ও চিস্তিয়া জামে মসজিদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ জুন) মসজিদ প্রাঙ্গণে আলহাজ্ব মো. আবু ছিদ্দিক এর সভাপতিত্বে ও আ জ ম সেলিমের পরিচালনায় অনুুিষ্ঠত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইমাম মাওলানা এনামুল হক, রুবেল আহমেদ বাবু, রাসেল, আবুল খায়ের মাঝি, মো. আবু তাহের রানা, ইব্রাহিম রানা, সবির আহমেদ, মো. ইদ্রিস, এম. এ. হান্নান কাজল প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করেন আলহাজ্ব মীর মোহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত