[caption id="attachment_85259" align="aligncenter" width="300"]
ইপসা-আরএমটিপি-উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকণ প্রকল্পের আওতায় সীতাকুণ্ড উপজেলায় ১০ হাজার উচ্চমূল্যের ফলদ এবং মসলা চারা বিতরণ।[/caption]
ইপসা-আরএমটিপি-উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকণ প্রকল্পের আওতায় সীতাকুণ্ড উপজেলায় ১০ হাজার উচ্চমূল্যের ফলদ এবং মসলা চারা বিতরণ করা হয়েছে।
২১ ও ২২ জুন ২০২৩ দুই দিন ব্যাপী এ ফলদ এবং মসলা চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে কফি, কাজুুবাদাম, কমলা, গোলমরিচ, এলাচ, চুঁইঝাল, তেজপাতা ইত্যাদি। এছাড়াও বাগানের মধ্যে আন্তঃফসল করার জন্য বিভিন্ন ধরণের বীজ বিতরণ করা হয়।
একই দিন দ্বিতীয় পর্বে ২০ জন ক্ষুদ্র উদ্যােক্তার উদ্যােগকে বেগবান করার জন্য প্রত্যেককে ১টি করে ওয়েট মেশিন, ১টি সিলিং মেশিন এবং ১টি ডেইট কোডিং মেশিন বিতরণ করা হয়।
[caption id="attachment_85260" align="aligncenter" width="300"]
২০ উদ্যোক্তাকে মেশিনারিজ উপকরণ বিতরণ[/caption]
উক্ত মেশিনারিজ গুলো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন।
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌতম বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সীকাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুমন দেবনাথ, ইপসার কৃষি কর্মকর্তা মিহির মজুমদার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত