
লায়ন্স জেলার সাবেক গভর্নর নাসিরুদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তির লক্ষ্যে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্স অধিভুক্তির জন্য আবেদন করেছি। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি পরিদর্শন টিম পরিদর্শন করেছেন। বৃহত্তর চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আই ক্যাম্প (চক্ষু শিবির), স্কুল সাইট স্ক্রিনিং প্রোগ্রাম ও পারিবারিক স্বাস্থ্য পুষ্টি এবং শিক্ষা প্রকল্প এবং সিটি সেন্টারে আধুনিক মানের হাসপাতাল -এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ১৯৬৩ সাল থেকে চট্টগ্রাম বিভাগে অন্ধত্ব বিমোচন, দূরীকরণ ও চক্ষুরোগের চিকিৎসা পরিচালনা করে আসছে।
বর্তমানে এই হাসপাতাল প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ জন দুস্থ, গরিব, দরিদ্র রোগীকে বিনামূল্যে এবং সমাজের বিভিন্ন শ্রেণির রোগীকে সাশ্রয়ীমূল্যে চক্ষু সংক্রান্ত সব রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান লায়ন নাজমুল হক চৌধুরী, সাবেক জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, একাডেমিক ডিরেক্টর ডা. প্রকাশ কুমার চৌধুরী প্রমুখ।