মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির প্রতিবাদে আজ ১০ জুলাই সোমবার বেলা ৩ টায় চট্রগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের পক্ষে মিনুয়ারা বেগম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা,আমার মত ভুক্তভোগীরা আশ্রয় খোঁজে সমাজের কিছু বিবেকবান মানুষের কাছে,সেসব বিবেকবান মানুষেরা হলেন আপনারা সাংবাদিক ভাইয়েরা,আপনারা হলেন জাতির বিবেক,সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ,তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির মংগল বয়ে আনে,জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,সমাজে সত্যের বাস্তবায়ন ঘটায়।দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রয়েছে তারই ধারাবাহিকতায় আজ আমি তথাকথিত নামসর্বস্ব অবৈধ “গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি” নামক সমিতির প্রধান উপদেষ্টা ভূমিদস্যু দিদারুল আলম চৌধুরী ও একই সমিতির সভাপতি মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক মো: কাঊছার গং দের বিরুদ্ধে অবৈধ সমিতির নামে চাদাবাজি,দখলবাজি,মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির প্রতিবাদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন পূর্বক অভিযোগ তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজ জায়গা জমি সংক্রান্ত কোন বিষয়ে আপনাদের সামনে হাজির হইনি,আমি হাজির হয়েছি বেশ কিছু দখলবাজের মুখোশ উন্মোচন করতে যারা মূলত জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে ভূমিদস্যুতায় লিপ্ত।অসহায় পরিবার পেলে যারা হামলে পরে, চালায় নির্যাতন।পৈতৃক বসত ভিটায় শান্তিপূর্ণ বসবাসের অধিকার সকল সাধারণ নাগরিকের,কিন্তু সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করতে উঠে পড়ে লেগেছে একই এলাকার দিদারুল আলম ভূমিদস্যু গং রা,করছে হামলা নির্যাতন আমি তার প্রতিকার চাইতেই সংবাদ সম্মেলন করছি। আমর পিতাহারা সন্তানরা আজ এক হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি উল্লেখ্য, আমি আমার পরিবার ও একমাত্র ভাই মোঃ জাহেদ হাসান সহ উপরোক্ত ঠিকানায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ২০.০০ শতক সম্পত্তিতে দীর্ঘ ৩৫ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি। ৪টি দলিল মূলে খরিদা সূত্রে আমার পিতার রেজিষ্ট্রার্ড নামজারী খতিয়ান আছে পরবর্তীতে আমাদের পিতার মৃত্যুর পর ওয়ারিশান সূত্রে আমরা ওয়ারিশগণ তপশীলোক্ত সম্পত্তির মালিক সত্ববান হইয়া সরকারী খাজনাদি পরিশোধ করে ভোগ দখলে স্থিত থাকিলেও বিবাদীগণ নানা উপায়ে আমাদের বসতভিটা সহ জায়গা দখলের পায়তারা করিয়া আসিতেছে।এক ভাই ছাড়া আমাদের পরিবারের সকলেই নারী সদস্য তার সুযোগ নিয়ে আমাদের নানাভাবে হয়রানি করছে এই দিদার ও তার বাহিনী। প্রথমদিকে নামসর্বস্ব গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি নামীয় তথাকথিত নিবন্ধনবিহীন কিংবা রেজিষ্ট্রেশনবিহীন সমিতির নামে চাঁদা দাবি করিতে থাকে, পরে সমিতির অফিসের জায়গা দাবী করিয়া জায়গা তাহাদের বুঝাইয়া দিতে হবে বলিয়া ১, ২ ও ৩নং বিবাদী নানান সময়ে চাপ প্রয়োগ করিতে থাকে, কিন্তু তাহার বিপরীতে তাহারা কখনো কোন আইনগত কাগজপত্র দেখাইতে পারে নাই। ১নং বিবাদী তথাকথিত সমিতি কিংবা গরীবুল্লাহ হাউজিং সোসাইটির প্রধান উপদেষ্টা বলিয়া নিজেকে পরিচয় দেয় এবং তাহার নির্দেশে তথাকথিত সভাপতি ২নং বিবাদী মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক ৩নং বিবাদী মোঃ কাউছার গত ১৬/০৬/২০২৩ইং তারিখে জোরপূর্বক বসতভিটায় সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে এবং আমি ও আমার পরিবারের সদস্যদের গাল-মন্দ করে প্রাণনাশের হুমকি দিয়া যায়। ইতিমধ্যে আমি এ নিয়ে একটি জিডিও করেছি, যাহার নং- খুলশী থানা- ২১৪৪। জিডির ঘটনা জানিতে পারিয়া ১০ দিনের মাথায় এরপর উলটো আমাদের নিজেদের জায়গাতে নিজেরাই চুরি করেছি উল্লেখ করে থানা পুলিশকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ক্ষমতার অপব্যবহার করিয়া আমার এক মাত্র ভাই সহ আমাদের বোনেদের নামে মামলা করে,আমি জিডি করেছি জানিতে পারিয়া বিবাদীগণ আরো ক্ষিপ্ত হইয়া উঠে এবং পরবর্তীতে গত ০৮/০৭/২০২৩ সকাল ৮.০০ ঘটিকায় ৪০-৫০ জন স্বশস্ত্র অজ্ঞাত লোকজন নিয়া আসিয়া পরিষ্কার করিবার নামে অবস্থান নেয় এবং অবৈধভাবে দখলের চেষ্টায় লিপ্ত থাকিয়া বিভিন্ন ফলজ গাছ কাটিয়া পরিবেশ বিপর্যয় ঘটায় এবং দেয়াল ভাঙ্গিয়া ফেলে ও রাত ১.০০ ঘটিকায় অবৈধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া অবস্থান নেয় এবং জোরপূর্বক নির্মাণ কাজ চালাতে থাকে। এ ঘটনাপয় বারংবার ৯৯৯ সহ থানাকে অবহিত করিলে থানা পুলিশ কার্যত কোন ব্যবস্থা নেয় নাই। এরপর একইভাবে ০৯/০৭/২০২৩ইং তারিখে পুনরায় নির্মাণ কাজ অব্যাহত রাখিয়া দখলের চেষ্টা করিলে নর্থ জোনের ডিসি মহোদয়কে বিষয়টি অবহিত করিলে থানা পুলিশ উপস্থিত হইলে ১নং বিবাদীর নেতৃত্বে অন্য বিবাদীগণ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের দলবল নিয়া পুলিশের উপস্থিতিতেই স্বশস্ত্র হামলা চালিয়ে পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীসহ হত্যার উদ্দেশ্যে বেশ কয়েকজনকে আহত করে। যার ভিডিও ফুটেজ বিদ্যমান। পরবর্তীতে এখনও তাহারা পুলিশ চলিয়া গেলে পুনরায় দখলের উদ্দেশ্যে স্বশস্ত্র মহড়া ও অবস্থান করিতেছে যাহাতে আমি ও আমার পরিবার ভীত সন্ত্রস্ত্র ও নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি মাননীয় স্বরাষ্টমন্ত্রী, পুলিশ কমিশনার, আইজিপি মহোদয়, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পূর্বক আপনাদের সাংবাদিকদের বলতে চাই আপনারা এই ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করে জাতির কাছে তুলে ধরবেন এবং আমাদের কে এইসব দখল বাজ দের হাত থেকে রেহাই পেতে সহযোগিতা করবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনুয়ারা বেগম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুন