

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান দেখিয়েছিলেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফর্মেন্স। ৮ ম্যাচে ব্যাট হাতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে কমপক্ষে ৫০০ রান ও অন্তত ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। সামনে আরও একটি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে সাকিবে পরিকল্পনা কী?
আজ বৃহস্পতিবার সিলেটে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে পেলে আসন্ন বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠবে না- এমনটা হতে পারে না। আগে থেকেই কোনো ঘোষণা না দিয়ে সাকিব জানালেন, তিনি আসন্ন বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিংয়ে দলে অবদান রাখতে চান। দলে তো সাকিব সবসময়ই অবদান রেখে যাচ্ছেন।
তাই আবারও প্রশ্ন উঠল- ব্যাট এবং বল হাতে সুনির্দিষ্ট কোনো সংখ্যাকে তিনি লক্ষ্য বানিয়েছেন কিনা? জবাবে বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার জানালেন, গত বিশ্বকাপের মতো এবারও তিনি দারুণ কিছু করতে চান। সাকিবের ভাষায়, 'ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত