আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দলকে জয় এনে দিয়ে প্রশংসায় ভাসছেন তাওহীদ হৃদয়। প্রশংসা হচ্ছে শামীম পাটোয়ারীকে নিয়েও। শেষ দিকের উত্তেজনা ছাপিয়ে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করা শরিফুলকে নিয়েও আছে আলোচনা। তবে ম্যাচ সেরা হৃদয় জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকেই। শুক্রবার সিলেটে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, ‘সবাই অবদান রেখেছে। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিনজন একসাথে বিশ্বকাপ খেলেছি, এজন্যই নয়। শুরু থেকে যদি দেখেন, তাসকিন ভাই, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে। সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সব দিক থেকে অবদান রেখেছে। হৃদয় আরো বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই করে। সবাইকে সবাই সাপোর্ট করি। দল হিসেবে আমাদের বন্ধন অনেক ভালো, যা আমাদের সহায়তা করে। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে দেশের জন্য খেলব, দেশকে ভালো ফল এনে দেব। ম্যাচে একটা সময় মনে হচ্ছিল হেরে যাবে বাংলাদেশ। ৬৪ রানে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। এমতাবস্থায় দলের হাল ধরেন হৃদয়-শামীম জুটি। মাত্র ৪৩ বলে তাদের অনবদ্য ৭৩ রানের জুটিতে জয়ের পথটা সহজ হয়ে যায় টাইগারদের। সুযোগ পেয়ে হৃদয়ের কাছে জানতে চাওয়া হয়, উইকেটে থাকতে কী পরিকল্পনা ছিল তার আর শামিমের? উত্তরে হৃদয় বলেন, ‘শামীমকে বলেছিলাম আমি, আমরা দু’জনই ব্যাটার। এরকম পরিস্থিতি থেকে ম্যাচ অনেক জিতিয়েছি আমরা ঘরোয়া ক্রিকেটে। আমি একটা কথাই বলেছিলাম যে- যদি আমরা একটা-দুইটা ওভারে মোমেন্টাম নিতে পারি তাহলে খেলাটা ঘুরে যাবে। আল্লাহর রহমতে আমরা সেটা করতে পেরেছি এবং দুইটা ওভারেই মোমেন্টাম পরিবর্তন হয়ে গিয়েছিল। এমন ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবেই তৃপ্তির ঢেকুর উঠছে হৃদয়ের মনে। হার না মানা ইনিংস খেলে দলকে জেতানো হৃদয়ের কাছে যা এক অন্যরকম অনুভূতি। যা তাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে বলে হৃদয় বলেন, ‘এই ধরনের ম্যাচ যে দলের বিপক্ষেই জিতি না কেন সবসময়ই আত্মবিশ্বাস আসে। তাছাড়া এরকম ম্যাচ খুব কমই হয়। আমি যেহেতু ছিলাম, এরকম জায়গা থেকে ম্যাচটা শেষ করে আসতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কারণ এরকম পরিস্থিতি সবসময় আসে না। যখন আসে তখন ভালোভাবে কাজে লাগানোর লক্ষ্য প্রত্যেকটা ব্যাটারের থাকে। সেটা করতে পেরে আলহামদুলিল্লাহ।’