[caption id="attachment_85427" align="aligncenter" width="720"]
পোর্ট্রেট ৩৪ বছর মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান। ছবি - আব্দুল হান্নান[/caption]
পোর্ট্রেট ৩৪ বছর মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন আলোকচিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠণ ৩৪ বছর পূর্ন করেছে। এই উপলক্ষে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার। বিশিষ্ট আলোকচিত্রী মওদুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী। পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তীর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন পোর্ট্রেট নিউজ ২৪ এর পরিচালক পিযূষ তালুকদার, এলোহার পরিচালক আসাদ উজ্জ্বল,শেখ আদনান শুভ,বিশিষ্ট মোহনবীণাবাদক দোলন কানুনগো,শিল্পী দেবাশীষ চৌধুরী,গজল শিল্পী অনিমেশ চক্রবর্তী, যন্ত্রশিল্পী প্রবীর দত্ত সাজু,চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বাসব শীল,সহ সভাপতি হাবিবুর রহমান মিঠু,কোরিওগ্রাফার সাইফ আজাদ,সংগঠক ও মডেল শেখ পুতুল প্রমূখ। বক্তারা বলেন,পোর্ট্রেট নিরলস ভাবে দীর্ঘ ৩৪ বছর কাজ করে চলেছে। পোর্ট্রেট আলোকচিত্র বিষয়ক পত্রিকা বা সংগঠন হলেও সাংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করে ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে প্রশংশিত হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে একক গজল সন্ধ্যা,ফটোগ্রাফার নাইট,নৃত্যানুষ্ঠান,আলোকচিত্র উৎসবসহ দেশ ও দেশের বাইরে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত