সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের ভাটিয়ারি ইউনিয়নের সদস্যদের উদ্যোগে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভাসংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজম খানের সভাপতিত্বে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর মিলনায়তনে শুক্রবার (২১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়।
জনকল্যাণ ফোরাম সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আরেফিনের সঞ্চালনায় ভাটিয়ারি ইউনিয়নের সামাজিক নানান সমস্যা বিশেষকরে বেকার সমস্যা, মদ-গাজা-ইয়াবা, কিশোরগ্যাং এর অপতৎপরতা, অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণসহ নানান অসামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বক্তৃতা করেন ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম,সদস্য রবি চন্দ্র দাশ রবিনস, সহ-কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক-নবীউল আলম,সহ-যুব ও ক্রীড়া সম্পাদক-মুহাম্মদ গিয়াস উদ্দিন টিটু, প্রফেসর সঞ্জয় রায়, ভাটিয়ারি সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোহাম্মদ আজম, মো. ইকবাল হোসেন, ইব্রাহীম আলী তুহীন বাপ্পী,মশিউল করিম রাসেল, মো. কায়সারুল আলম প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি, মোহাম্মদ আরজু ও মাইন উদ্দিন।
সভায় উপস্থিত সকলে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সদস্য হয়ে জনকল্যাণে নিজেদের আত্মনিয়োগের অভিপ্রায় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সীতাকুণ্ডের বিরাজমান সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা,সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থাকা,এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তার পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সেবামূলক আত্মপ্রকাশ।