
চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় চলমান ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলে আগামীকাল রবিবার (২৩ জুলাই) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলেমেদীন জননন্দিত ইসলামী বক্তা মুফতি আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী।
১০ দিনব্যাপী চলমান আহলে বাইতে রাসুলের স্মরণে ঙঙঙঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের চতুর্থ দিন কাল।
আয়োজক কমিটি জানান, প্রতি বছর শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান দশ দিনব্যাপী কারবালার মাহফিলের উদ্যোগ নিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ নিয়ে ৩৮ তম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামিতেও হবে ইনশাআল্লাহ। মাহফিলে প্রতিদিন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখবৃন্দ আহলে বায়তে রসুলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আগামিকাল রবিবার প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন ইসলামী বক্তা মুফতি আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী।
এদিকে আহলে বাইতের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার বিনিত আহবান জানিয়েছেন আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান।