[caption id="attachment_85553" align="aligncenter" width="2560"] নগদের চট্টগ্রামে উদ্যোক্তা সমাবেশ ও মেজবানি উৎসবে বক্তব্য রাখছেন শাহিন সারোয়ার ভূঁইয়া। ছবি - আব্দুল হান্নান[/caption]
চট্টগ্রামে নগদের পাঁচলাইশ থানার ডিস্টিবিউটর আয়োজিত উদ্যোক্তা সমাবেশ ও মেজবানি উৎসব অনুষ্টান সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ জুলাই) দুপুরে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম কনভেনশন হলে নগরের পাঁচলাইশ থানা ডিস্ট্রিবিউটর রেজাউল করিমের সভাপতিত্বে এ উদ্যোক্তা সমাবেশ ও মেজবানি উৎসব অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রামের নগদের ৩৫০ জন সফল উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের নগদ এরিয়া ম্যানেজার সাইফুদ্দিন মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের ন্যাশনাল সেলস ম্যানেজার শাহিন সারোয়ার ভূঁইয়া। এছাড়াও ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন নগদের চীফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী।
র্যাফেল ড্র- আয়োজনে প্রথম পুরষ্কার বিজয়ী পেয়েছেন সোনার মোহর। এছাড়াও অন্যান্য বিজয়ীরা পেয়েছেন রুপার মোহর ও স্মার্ট মোবাইল ফোন।
বক্তারা এ সময় এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ভিন্ন ভিন্ন আয়োজনের প্রয়োজন রয়েছে। যারা বিজয়ী হয়েছেন তাদের আরো এগিয়ে যেতে সহায়ক হবে মনে করেন আয়োজনে উপস্থিত বিশিষ্ট জনেরা। এছাড়াও যারা বিজয়ী হতে পারেন নি তাদের জন্যও আগামীতে আয়োজন রাখা হবে বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমডি শামীমুল হাসান চৌধুরী, টেরিটরি ম্যানেজার আহসানুল করিম জনি সহ নগদের বিভাগীয় সকল কর্মকর্তাবৃন্দ ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত