চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩য় হওয়া কৃর্তী শিক্ষার্থী সিয়ামকে সংবর্ধনা দিল যমুনা ব্যাংক লি: ভাটিয়ারী শাখা

চট্টগ্রাম শহরের একটি রেষ্টুরেন্টে যমুনা ব্যাংক লি: ভাটিয়ারী শাখার অফিসার ও তাদের পরিবারবর্গের পক্ষ থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরিক্ষা ২০২৩ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১২৬৬ নম্বর নিয়ে ৩য় হওয়া সাফফাত আলম সিয়ামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সর্ব্বোচ নম্বরের দিক দিয়ে ৩য় হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন, সাফফাত আলম সিয়ামের পিতা মোং শামসুল আলম ভূইয়া।

শনিবার দুপুরে (২৯ জুলাই) রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে শাখার অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় এবং শাখার সাব- ম্যানেজার আতিকুর রহমান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাখার ব্যাবস্হাপক মোং শামসুল আলম ভূইয়া। উপস্থিত ছিলেন শাখার সকল কর্মকর্তা,কর্মচারী এবং তাদের পরিবারের সকল সদস্যবৃন্দ।

পরে প্রধান অতিথিসহ অনুষ্টানের সকল অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থী সিয়ামের হাতে সন্মাননা সূচক ক্রেষ্ট তুলে দেন।উজ্বল ভবিষ্যতের জন্য সে সকলের নিকট দোয়াপ্রার্থী।

উল্লেখ্য, সংবর্ধিত শিক্ষার্থী সাফফাত আলম সিয়ামের
পিতা মোং শামসুল আলম ভূইয়া যমুনা ব্যাংক লি: ভাটিয়ারী শাখার এভিপি এবং শাখা ব্যবস্থাপক অপরদিকে মাতা জয়নব বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   প্রাণীবিদ্যা বিভাগ থেকে ১ম শ্রেণীতে বি এস সি (অনার্স), এম এস সি পাস কর।  চট্টগ্রাম মহানগরীর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাবেক প্রভাষক।

শেয়ার করুন