এক যুক্ত বিবৃতিতে পার্টির নেতৃদ্বয় বলেন, সীমাহীন দুঃশাসন ও নজিরবিহীন দুর্নীতির বিরুদ্ধে জনগণ এখন রাস্তায় নেমে এসেছে। সরকার ভিত হয়ে তার বাহিনী জনগণের উপর লেলিয়ে দিচ্ছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও সরকার সহ্য করতে পারছে না। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা গণআন্দোলনকে আরো তীব্র করবে। রাজপথ আজ দেশের নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। নেতৃদ্বয় বলেন, এই সরকার এখন জনগণের উপর আস্থা রাখে না। জনগণের রায়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই হামলা মামলা ও পুলিশি তান্ডবে গদি টিকিয়ে রাখার শেষ চেষ্টা চালাচ্ছে। নেতৃদ্বয় বলেন, এভাবে কোন সরকার টিকে থাকতে পারে না ইতিহাসে তার নজির নেই। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন এর জোর দাবি জানান।