নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কুষি উন্নয়ন প্রকল্পের আওতায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি মেলা-২০২৩ আয়োজ করা হয়েছে।
৩০ জুলাই রবিবার বেলা ১১ টায় মেলা উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এস এম আল মামুন।
উদ্বোধন শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ।
বিশেষ অতিতির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, মৎকর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।
তিন দিন ব্যাপী এই মেলায় আইল ফসল, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, জৈব কৃষি ও জৈবিক বালাইদমন ব্যবস্থাপনাসহ কৃষির আধুনিক ও স্মার্ট প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ দিদারুল আলম এমপি।
উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ জানান, এবারের মেলায় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা-র সমন্বিত কৃষিসহ মোট ১২টি স্টল সাজানো হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা আসছেন উদ্ভাবনীমূলক এসব কৃষি প্রযুক্তি দেখার জন্য। প্রচ-রকম মানুষের আগ্রহ রয়েছে এই কৃষি মেলা নিয়ে।