না ফেরার দেশে সাংবাদিক আজাদ তালুকদার

একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন) । মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে চিকিৎসা শেষে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সাংবাদিক আজাদ তালুকদার ১৯৯৫ সাল থেকে বন্দরনগরীতে সাংবাদিকতা করে আসছেন। তিনি এর আগে একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, অধুনালুপ্ত দৈনিক সকালের খবর, ট্রান্সকম গ্রুপের সিস্টার কনসার্ন সাপ্তাহিক ২০০০, আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিস, এফএম রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে একুশে পত্রিকা সম্পাদনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।

জানাযার সময় :
# বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ।
# দুপুর ২:৩০মি: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।
# বাদে আছর : গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া হাই স্কুল/মাদ্রাসা মাঠ।

 

 

 

শেয়ার করুন