[caption id="attachment_85716" align="aligncenter" width="722"] আদি মোহিনী মোহন কাঞ্জিলাল সপ্তাহব্যাহী উৎসবের সমাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি - আব্দুল হান্নান[/caption]
ভারতের স্বনামধন্য ব্র্যান্ড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল মঙ্গলবার (১আগষ্ট) বিকেলে নগরীর টেরীবাজার বক্সিরহাট বিট সংলগ্ন ফয়েজ আলী সিটি সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল চট্টগ্রাম শাখার স্বত্বাধিকারী শিবলী মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।
এছাড়া ব্যবসায়ী নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা কেক কেটে শোরুমের সপ্তাহব্যাহী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। শেষ দিনে ও গ্রাহকদের জন্য পণ্য ক্রয়ে ছিল বিশেষ ছাড়। প্রসঙ্গত রাজধানী ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত