চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক এ উপলক্ষ্যে ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জিয়াউল কাদেরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা, মৎস্য অফিসার মোঃ কামাল উদ্দিন চৌধুরী, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা প্রিয়ঙ্কা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ভাটিয়ারী প্রাথমিক বিদ্যালয়ের ৯২৪ জন শিশু শিক্ষার্থীকে পুষ্টির জন্য দুধ প্রদান করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম এমপি শিশুদের দুধ পান করিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।