১১ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট। ওইদিন বিকেল ৩টায় পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই মিছিলটি শুরু হবে। এরপর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ও রাজমনি ঈশা খাঁ হয়ে পুনরায় নাইটিঙ্গেল মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে দিয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হবে।

বুধবার (৯ আগস্ট) রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

nagad

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে গত ৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সমমনা জোট। এই ইস্যুতে বিএনপির বাইরে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে একমাত্র জাতীয়তাবাদী সমমনা জোটই প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করেছে।

শেয়ার করুন