পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের বৃক্ষরোপন ও মতবিনিময় সভা

পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের মতবিনিময় শেষে ক্লাবের সদস্যরা – আব্দুল হান্নান

নগরীর পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও মতবিনিময় সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন নিয়ে ১১ আগষ্ট বিকেল ৪ টায় পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের কার্যালয়ে এক মত বিনিময় সভা মোঃ আলী রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক উদ্দিন খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন – আব্দুল হান্নান

এতে বক্তব্য রাখেন পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের প্রধান উপেদষ্টা মোঃ জহুর মিয়া, সিনিয়র সহ-সভাপিত মোঃ হারুন বেগ ( রাজ কুমার ) , সহ-সভাপিত মোঃ সাগির, মোঃ ইসমাইল, সাংগঠিনক সম্পাদক আরাফাত হোসেন রিয়াজু, উপেদষ্টা এনামুল কবির, হাজী দিদারুল হক, আজাদ মিয়া, আনিসুজ্জামান টুটুল, আবু বক্কর ছিদ্দিক, মোঃ হানিফ, মহিন উদ্দিন, ইকবাল মিয়া, শামসুল আলম, ফরিদুল আলম লিটন, সালাউদ্দিন মুন্সী, জাহাংগীর, শরীফ, মনির, মোস্তফা, অর্থ সম্পাদক আলী জাকের রাজু, সহ:সাধারণ সম্পাদক সালেক, নাজিম, নুরুল আলম, আসাদ, বেলাল সও, সহ প্রমুখ।

সভায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী শনিবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে হাজীক্যাম্প এলাকাতে পাহাড়তলী হাজীক্যাম্প একাদশ ক্লাবের নেতৃবৃন্দ বৃক্ষরোপন করেন।

শেয়ার করুন