প্রথমে মাথা বস্তায় মুড়িয়ে হাত পিছমোড়া বেঁধে বেদম প্রহার করা হয়। পরে টেনে হিছড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে রক্তাক্ত হয় ছোট্ট শিশুর নরম শরীরের বিভিন্ন অংশ। সেদিন ফুটবল না খেলে রক্তাক্ত শরীর নিয়ে মায়ের কাছে ফিরতে হয়েছে ১১ বছরের ছোট্ট শিশু এস,এম,আমিরুল ইসলাম ( ইলহাম) কে।
গত ১৯ জুলাই শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের ইসলামী ব্যাংক অফিসার্স সোসাইটির হেলাল ম্যানসনের সামনের গলিতে কিশোর গ্যাংয়ের কবল থেকে প্রাণে রক্ষা পায় সিনিয়র সাংবাদিক এস.এম ফোরকান আবুর ছোট ছেলে।
ফুটবল খেলার সময় মুখোশ পড়া পাঁচ কিশোর গ্যাংয়ের অপহরণের পর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এমন
বর্বরোচিত হামলা চালানো হয় বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। ' কিশোর গ্যাং ' র বর্বরোচিত হামলার ঘটনায় বাকলিয়া এলাকার অভিভাবক মহলে আতংক বিরাজ করছে।
সীতাকুণ্ড প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য সাবেক সভাপতিে ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক এস.এম ফোরকান আবু জানান, আমার ছেলে স্কুল ছাত্র ইলহাম (১১) ও তার বন্ধু মাহদি (১৩) র কাছ থেকে প্রথম দিন মঙ্গলবার ১৮ জুলাই বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় আমার বাসা বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড়ের ইসলামী ব্যাংক অফিসার্স সোসাইটির হেলাল ম্যানসনের সামনের গলিতে ফুটবল খেলার সময় মুখোশ পড়া পাঁচ কিশোর গ্যাং সদস্য ফুটবল কেড়ে নিতে না পেরে দ্বিতীয় দিন শুক্রবার ১৯ জুলাই বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় ফুটবল খেলার সময় একা পেয়ে মুখোশ পড়া পাঁচ কিশোর গ্যাং সদস্য ইলহামের মাথা বস্তা দিয়ে ঢেকে, রশি দিয়ে পিচমোড়া হাত বেঁধে, বেদম প্রহার করে,গলি থেকে রাস্তায় টেনে হেঁছড়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যেথে থাকলে ইলহামের বাসার প্রাইভেট টিচারের দাদী একই গলিতে হাঁটাহাঁটির সময় এ ঘটনা দেখে ফেললে তাকে ছেড়ে দিয়ে কিশোর গ্যাং ' র সদস্যরা দ্রুত পালিয়ে যায়। ইলহাম ও হাতে পায়ে রক্তাক্ত অবস্থায় বল নিয়ে দ্রুত তার বাসায় চলে আসলে তার মা রক্তাক্ত অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলে সে জুতায় ব্যাথা পেয়েছে বলে তার মাকে জানায়। পবের দিন ১৯ জুলাই ইলহামের বাসার প্রাইভেট টিচার তাকে বাসায় প্রাইভেট পড়াতে আসলে টিচার তার দাদীর কাছ থেকে শুনা ঘটনার কথা তার মাকে জানালে, তার মা তাকে বেধম মারধর, রশি দিয়ে হাত পিচমোড়া করে বাঁধা ও অপহরণ করে নিয়ে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে স্বীকার করে তার মাকে ঘটনার বিস্তারিত বর্ননা দেয়।
ইলহামের মাথা, শরীর ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা পর তাকে আপাতত বাসায় বিশ্রামে রাখা হয়েছে। আহত হওয়ার ঘটনায় চিন্তিত ও দাঁতের অসহ্য ব্যথায় এখনো পর্যন্ত ঘুমাতে পারছে না শিশুটি।
তাৎক্ষনিকভাবে বিষয়টি নগরীর বাকলিয়া থানার অফিসার ইন ইনচার্জ(ওসি) কে জানানো হয় এবং একটি সাধারণ ডাইরি করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত