স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে সীতাকুণ্ডে যথাযত মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন : পুষ্পস্তবক অর্পন কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস, শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি, ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আল মামুন,।
পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব দিদারুল আলম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) জনাব নায়হানুল ইসলাম, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল হোসেন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। উপজেলা আওয়ামী লীহের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ বক্তব্য রাখেন।
সীতাকুণ্ড পৌরসভা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সীতাকুণ্ড প্রেসক্লাব : ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্কবক অর্পনের মধ্যদিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাব পরিবারের পক্ষ্য থেকে শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
ইপসা : ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্কবক অর্পনের মধ্যদিয়ে স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র পরিবারের পক্ষ্য থেকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিক ছিলেন, ইপসা ইকোনোমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)’র পরিচালক মোঃ মনজুর মোর্শেদ চৌধুরী, সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন : সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যােগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টের সকল শহিদের প্রতি পুষ্প স্তবক অর্পণের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টের সকল শহিদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত