মামলার সাক্ষী কে হত্যার হুমকি

চট্টগ্রাম নগরীর বাকলিয়া বলির হাটে স-মিল মালিক ইলিয়াসের পক্ষে সাক্ষী দেওয়াই দোকান কর্মচারী মোঃ আবু বক্করকে জানে মেরে ফেলার হুমকির অভিযোগ।

আজ সকালের চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ বক্কর

লিখিত বক্তব্য অভিযোগ করেন, আমিও ম্যানেজার নুরুদ্দিন দোকান কর স- মিল মাটি বরাত ভরাট ও রক্ষণাবেক্ষণ এর কাজ দেখাশোনা করছিলাম। চিহ্নিত কিসের গ্যাং লিডার কামাল উদ্দিন ও সাকিনা খাতুনের ওয়ারিশ আমি সহ লেবারদের ঘাড় ধাক্কা দিয়ে কাজ বন্ধ করে দে।
উক্ত ঘটনায়ে মামলা হলে আমি প্রধান সাক্ষী, তাতে ক্ষিপ্ত হয়ে আমার বাসায় গিয়ে সন্ত্রাসী কামালের নেতৃত্বে গুসি লাথি মেরে জামা কাপড় ছিড়ে ফেলে এবং ইলিয়াসএর পক্ষে সাক্ষী দিলে বা থানায় অভিযোগ করলে জানে মেরে ফেলার হুমকি দেন।

ইনি আরো অভিযোগ করেন মহল্লার বেকার ও মাদকাসক্ত ছেলেদের নিয়ে একটি শক্তিশালী কিশোর গ্যাং গড়ে তুলে। এই কিশোর অপরাধীরা মহল্লায় চাঁদাবাজি থেকে শুরু করে নারী নির্যাতন বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করছেন। তারা এসব অপরাধের বিরুদ্ধে সাক্ষী না দেওয়াই এরা আরো ব্যাপরোয়া হয়ে স অপরাধকার্য চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু বক্করের স্ত্রী সানিয়া আক্তার ছেলে আবু হায়া ত ও আবু আসহাব।

শেয়ার করুন