সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেওয়া কে এম রফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন।
বুয়েটে পড়াশোনা শেষ করে পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন কে এম রফিকুল ইসলাম।
চট্টগ্রাম জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন পদোন্নতি পেয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে যোগদান করায় ১৭ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৩ একই দিন মুন্সীগঞ্জের এনডিসি থেকে পদোন্নতি পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্থলাভিসিক্ত হন কে এম রফিকুল ইসলাম।
কর্মজীবনে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, মোহাম্মদপুরে এসিল্যান্ড এর দায়িত্ব পালন করেন।