চট্টগ্রাম চাঁন্দগাও থানাধীন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রফিক এর সংবাদ সম্মেলন

চট্টগ্রাম চাঁন্দগাও থানাধীন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রফিক এর সংবাদ সম্মেলন। ছবি – দৈনিক নয়াবাংলা

চট্টগ্রাম চাঁন্দগাও থানাধীন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রফিক গংদের ক্রয় কৃত বাড়ি বেদখল, জানমাল নিরাপত্তা ও প্রাননাশের হুমকি দাতা অত্র থানার নামকরা সন্ত্রাসী চাঁদাবাজ ভুমিদস্যু চোরাই মামলার আসামী নাসির উদ্দিন গংদের বিরুদ্ধে আইনের আওতায় আনার দাবিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ রফিক আজ দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে। 

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি সংযুক্ত আরব আমিরাত ফেরত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী। আমি ও আমার ভাই মোঃ ইউসুফ মোঃ জসিম উদ্দিন মোঃ সেলিম উদ্দিন মোঃ নাজিম উদ্দিন মোঃ জাহেদুল ইসরাম,গণ চাঁন্দগাও থানাধীন সিএন্ডবি পেট্রোল পাম্পের বিপরীত পাশে গাজী কোয়ার্টারস্থ সম্পত্তি ৪৯৫১ ও ১৩০৮ নং রেজিস্ট্রিকৃত দলিল মূলে খরিদ করিয়া বিিএস, নামজারি খতিয়ার নং ২৯১১/০৭ তথা সংশোধিত নামজারি খতিয়ান নং ১৭৭৫১ ও ১৭৭৫২ সৃজন করি। উক্ত খরিদকৃত সম্পত্তিতে আমরা ঘর নির্মাণ করিয়া ভাড়াটিয়া লাগিয়ত দিয়া দীর্ঘদিন যাবত সর্বজনে জানিয়ে ভোগ দখলেই স্থিত আছি। যাহা সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার ৪৩৬৮/ বি / ৫২৬৩ ’যাহা গাজী কোয়ার্টার নামে পরিচিত‘’

চান্দগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমিদস্যুতা সহ একাধিক চোরাই মামলার আসামি নাসির ও তার ভাই নাজিম সহ তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রবাসী মোহাম্মদ রফিক আরো জানান, চান্দগাঁও সিএন্ডবি এলাকায় তিনি সহ তার পাঁচ ভাইয়ের ক্রয়করা বাড়ি ও ভাড়াঘর সবকিছু জবর দখলের চেষ্টা করছে চিহ্নিত সন্ত্রাসী নাছির উদ্দিন সহ তার বাহিনী। গত জুলাইয়ে সন্ত্রাসী নাছির ও তার দলবল প্রবাসীর বাড়িতে প্রবেশ করে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এবিষয়ে চান্দগাঁও থানার মামলা দায়ের করা হলে কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বর্তমানে তার সাঙ্গপাঙ্গরা এখনো হুমকি দেয়া সহ বিভিন্ন ভাবে চাঁদা দাবি করছে। এমতাবস্থায়, আইনশৃঙ্খলা বাহিনী সহ গণমাধ্যমের সহযোগিতায়ও কামনা করেন প্রবাসী মোহাম্মদ রফিক।

এ সময় প্রবাসী রফিকের ভাই ইউসুফ, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন