[caption id="attachment_86355" align="aligncenter" width="300"]
সীতাকুণ্ডের সফল সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমকে সীতাকুণ্ড প্রেসক্লাবের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান।[/caption]
সীতাকুণ্ডের সফল সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম এর বদলি জনিত বিদায়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর (সোমবার) ২০২৩ সীতাকুণ্ড প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কে.এম. রফিকুল ইসলাম।
একই অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আলাউদ্দিন মহোদয়কে প্রেসক্লাবের পক্ষ্য থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুউদ্দিন রাশেদ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।
উল্লেখ্য,সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম নানামুখী পদক্ষেপ নেন। সীতাকুণ্ডে ৭০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করেন তিনি।গত ৩০ বছরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকার ৩ হাজার ১০০ একর ভূমি অবৈধভাবে দখলে নিয়েছিল একটি গোষ্ঠি। সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া সেই জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে ১৭৫টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে। সেই উচ্ছেদ অভিযান সফল করতে সক্ষম হন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত