সাংবাদিকতাকে জনসেবার মাধ্যম হিসেবে গণ্য করার আহ্বান চেম্বার সভাপতির

মাসিক সুন্নিয়তের কণ্ঠ ও পিনিউজ বিডি ডট কম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুুবুল আলম। -নয়াবাংলা

সাংবাদিকতা আর দশটি পেশার মতো নিছক একটি পেশা নয় বরং সাংবাদিকতাকে মানব কল্যাণের মাধ্যম ও হাতিয়ার হিসেবে গণ্য করতে হবে। বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ্ব্ব মাহবুুবুল আলম।

তিনি বলেন-‌’গণমাধ্যম যেমন জনগণকে বস্তুনিষ্ঠ তথ্য দেবে, তেমনি দেশ-জাতির অগ্রগতিতে ও মানুষের কল্যাণেও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।

মাসিক সুন্নিয়তের কণ্ঠ ও পিনিউজ বিডি ডট কম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুুবুল আলম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানা শরিফের সাজ্জাাদানশীন পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ডক্টরস ল্যাব এন্ড ডক্টরস হাসপাতালের চেয়ারম্যান ডা. মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী।  মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাআত সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক সাংবাদিক আবছার মাহফুজ, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, সি প্লাস টিভির প্রধান সম্পাদক আলমগীর অপু।

মাসিক সুন্নিয়তের কণ্ঠ ও পিনিউজ বিডি ডট কম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মুখ্য আলোচক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। -নয়াবাংলা

এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, কলম ও মিডিয়া যার হাতে থাকে ইতিহাসের গতিধারাও সেভাবে নির্মিত হয়।  গণমাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে সুন্নিয়তের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।  মুহাম্মদ দস্তগীর আলম চৌধুরী ও মাওলানা মুহাম্মদ আলী আক্কাস নূরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন নঈম উল ইসলাম, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ লোকমান খান, ডা. মো. জসিম উদ্দিন, আ ব ম খোরশিদ আলম খান, মঞ্জরুল আলম, মাহতাব উদ্দিন চৌধুরী, কাজী হুমায়ন কবির, ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, জায়নাল উদ্দিন, শফিউল আলম শফি, মহিউদ্দিন বাবুল, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ ফয়সল করিম চৌধুরী, মুহাম্মদ নুরুল করিম তারেক আবদুল কাদের রুবেল, মুহাম্মদ দিদারুল ইসলাম, মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ রিদুওয়ান হোসেন হোসেন তালুকদার, নুরু উন নঈম রিমন, মাওলানা জয়নাল আবেদীন, সৈয়দ মুহাম্মদ মাসুম, শহিদুল আলম কাদেরী, মুহাম্মদ ইমরান হোসেন রানা, মুহাম্মদ কামরুল, মুহাম্মদ আসাদ উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন