হাটহাজারী উপজেলার ছিপাতলী গাউছিয়া মাদ্রাসা এবং একই উপজেলার অদুদিয়া মাদ্রাসার এতিমখানায় গরীব ও এতিম ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জুন) নিজ নিজ মাদ্রাসার পক্ষে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
[caption id="attachment_8659" align="aligncenter" width="720"]
ছিপাতলী মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ -নয়াবাংলা[/caption]
হাটহাজারী ছিপাতলী মাদ্রাসা : ঈদবস্ত্র বিতরণকারে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আকতার উন নেছা শিউলী, হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) আরমান শাকিল, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, ছিপাতলী মাদ্রাসা প্রতিষিষ্ঠাতা মাও. আজিজুল হক আল কাদেরী, মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন সহ মাদ্রসার শিক্ষকমণ্ডলী।
[caption id="attachment_8661" align="aligncenter" width="720"]
এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করছেন মাদ্রাসার গভর্নিং বডির সাধারণ সম্পাদক স.ম শাহ জামাল -নয়াবাংলা[/caption]
হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা : হাটহাজারী উপজেলার অদুদিয়া মাদ্রাসার এতিম খানা কমিটির পক্ষ হতে এতিম ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (২০ জুন) ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও এতিম খানার সাধারণ সম্পাদক স.ম. শাহ জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ূব মুহাম্মদ, অধ্যাপক মাও. আবুল বশর ছিদ্দিকি, হাফেজ মাও. ইয়াকুব। মাদ্রাসায় অর্ধ শতাধিক এতিম ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত