ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে মুক্তি পাবে বলে জানালেন গণসংহতি আন্দোলন চট্টগ্রামের দলীয় নেতারা

প্রধান অতিথির বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি – আব্দুল হান্নান

ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে মুক্তি পাবে বলে জানালেন গণসংহতি আন্দোলন চট্টগ্রামের দলীয় নেতারা। এসময় সরকার ও শাসন ব্যবস্থা বদলের লড়াই জোরদার করার আহ্বান জানান দলটির নেতারা।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গণসংহতি আন্দোলনের পথচলার ২১ বছর ও রাজনৈতিক দল হিসেবে ৮ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন। ছবি – আব্দুল হান্নান

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আয়োজিত সভায় জেলা সম্মনয়কারী হাসান মারুফ রুমি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবিউল ইসলাম, মিজানুর রহিম চৌধুরী, এডভোকেট ফাহিম শরীফ খান, এডভোকেট কফিল উদ্দিন, ডা: অপূর্ব নাথ সহ আরো অনেকে।

শেয়ার করুন