[caption id="attachment_86641" align="aligncenter" width="300"]
নিহত শীপ ইয়ার্ড শ্রমিক[/caption]
চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত একটি শিপ ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অবস্থিত টগী গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেডের ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শ্রমিকের নাম মো. হারুনুর রশিদ (৩৯)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।
ইয়ার্ড সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্ক্র্যাপ জাহাজের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শ্রমিক হারুনুর রশিদ। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হাকিম মোল্লা
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত