বোয়ালখালীস্থ  খিতাপচর রহমানিয়া দরবার শরীফ তৎসংলগ্ন, মাদ্রাসা, এবাদতখানা, কমপ্লেক্স বেআইনী উচ্ছেদ ও দরবার পরিবার, কর্মচারীবৃন্দ এবং দরবারের আগত ভক্তবৃন্দের নিয়মিত সন্ত্রাসী হামলা, গুরুতর রক্তাক্ত জখমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সৈয়দ আসহাব উদ্দিন। ছবি – দৈনিক নয়াবাংলা

 আজ ১৬ঃ১০-১৬ঃ৫০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে, “ভুক্তভোগী পরিবার” এর উদ্যোগে বোয়ালখালীস্থ খিতাপচর রহমানিয়া দরবার শরীফ তৎসংলগ্ন, মাদ্রাসা, এবাদতখানা, কমপ্লেক্স বেআইনি উচ্ছেদ ও দরবার পরিবার, কর্মচারীবৃন্দ এবং দরবারের আগত ভক্তবৃত্ত নিয়মিত সন্ত্রাস হামলা গুরুতর রক্ত জখমের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন (২৫/৩০) অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সৈয়দ আসহাব উদ্দিন, ভুক্তভোগী পরিবার (০১৭০৮৬৬৩৩৭২)। এছাড়াও সৈয়দ শাহ নজরুল ইসলাম, ভুক্তভোগী পরিবার, মোহাম্মদ আমিন, ভুক্তভোগী, মোঃ মালেক ভুক্তভোগী, মোঃ আলম ভুক্তভোগী সহ প্রমূখ উপস্থিত ছিলেন।  বিগত ২০/৮/২০০৩ ইং তারিখে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের জায়গা ও কর্তৃত্ব নিয়ে অন্যায় ভাবে আমানউল্লাহ বাহিনী দরবার শরীফের খাদেম হযরত আলহাজ্ব সৈয়দ শাহ নজরুল ইসলাম সাহেবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

তৎ বিষয়ে ১৪ জন কে আসামি করিয়া বোয়ালখালী থানা মামলা নং-১০ (৮) ২০২৩ ইং জি. আর. মামলা নং-৭১/২০০৩ ইং ধারা ৩২৩/৩২৫/৩৫৪/৩৭৯/৩২৬/৩০৭ দায়ের করা হয়। পরবর্তীতে আসামিদের সাজা হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধ গত ২০১৫ ইং সালের আসামিদের ক্ষমা করিয়া মামলা প্রত্যাহার করা হয়। পূর্বের শত্রুতার জের ধরে, আমানউল্লাহর বাহিনী, এনাম ও তার সন্ত্রাসীরা গত ২০/১০/২০২২ ইং তারিখে মাদ্রাসার অফিস পক্ষে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায়, সন্ত্রাসী (মোঃ শওকত হোসেন পিতা মৃত আবুল কাশেম, মোঃ সোলেমান পিতা-মৃত নুরুল ইসলাম, মোঃ এনাম খান পিতা শামসুল আলম খান, মোঃ আলী খান পিতা শামসুল আলম খান, মোঃ সোহেল খান পিতা শামসুল আলম খান, মোজাম্মেল হক পিতা মুন্সি মিয়া) কর্তৃক বোয়ালখালীস্থ  খিতাপচরে  সৈয়দ শাহ নজরুল ইসলাম নিজস্ব জায়গায় তৈরি রহমানিয়া দরবার শরীফ তৎসংলগ্ন, মাদ্রাসা, এবাদতখানা, কমপ্লেক্স বেআইনি উচ্ছেদ ও দরবার পরিবার, কর্মচারীবৃন্দ এবং দরবারের আগত ভক্তবৃন্দের নিয়মিত সন্ত্রাসী হামলা, গুরুতর রক্তাক্ত জখম করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ। ছবি – দৈনিক নয়াবাংলা

যার দরুন গত ১৬/০৯/২০২৩ বোয়ালখালীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা করা হয় (মামলা নং-১৩)। সন্ত্রাসীরা ক্রমান্বয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করে আসছে, উক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবির জন্য, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন