স্বাধীনতাই নারীর শক্তি'র নারী সমাবেশে এমএ লতিফ এমপি
স্বাধীন নারী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম

স্বাধীনতাই নারীর শক্তি’র নারী সমাবেশে বক্তব্য রাখছেন এমএ লতিফ এমপি -নয়াবাংলা

‘পুরুষ শাসিত সমাজে বেশীরভাগ নারীই পরাধীন। তাদের চিন্তা চেতনা ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমার মা-বোনদের পূর্ণ স্বাধীনতা দিলেই তাদের ভিতর যে সুপ্ত প্রতিভা আছে তা বিকশিত হবে। তাদের চিন্তা চেতনা এলাকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।’

বৃহস্পতিবার (২২জুন) সকালে বন্দর রিপাবলিক ক্লাবে ‘স্বাধীনতা নারী শক্তি’র উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশ এসব কথা বলেন-এমএ লতিফ এমপি। এসময় উপস্থিত সকলকে ঈদ-উল-ফিতরের আগাম শুভেচ্ছা জানান তিনি। সমাবেশে ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।

দেশের প্রধানমন্ত্রী ও স্পীকার নারী তাই তাঁদেরকে অনুস্মরণ ও অনুকরণে উপস্থিত ছাত্রীদের উপদেশ দেন এমএ লতিফ এমপি। মুক্তিযোদ্ধের চেতনায় গঠিত সংগঠনটির উদ্যোক্তা হিসেবে-“স্বাধীনতা নারী শক্তি” নামক সংগঠনটির পরিচালনা কমিটি, সাধারণ সদস্য, কর্মকর্তা-কর্মচারী সকলেই নারী। তাই এমএ লতিফ এমপি বিশ্বাস করেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ এবং মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরক্ষতা দূরীকরণে বেকার ও অসহায় মহিলাদের কর্মসংস্থান ও পুনর্বাসনে  এই সংগঠন বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

স্বাধীনতাই নারীর শক্তি’র নারী সমাবেশের একাংশ -নয়াবাংলা

৩৮ নং ওয়ার্ড মহিলা সম্পাদিকা গুল নাহার বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ’র উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামীলীগ’র সভাপতি নুর আলম, সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ, কেন্দ্রীয় যুবলীগ’র কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, মহিলা নেত্রী রুবি আক্তার, তাবাসসুম, নুর বেগম, তাসলিমা আক্তার, শ্যামলী বড়ুয়া, হাসিনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সফি বাঙ্গালী, লবন শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন। ৩৮ নং ওয়ার্ড  আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, সহ-সভাপতি আবু নাছের, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক ইকবাল আল নূরী, মোঃ ফারুক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকবাল, আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক রিফাত আলম, মোঃ নাসের, বন্দর সিবিএ নেতা সৈয়দ আহমদ বাদল, আবদুস সাদেক নান্না, সাবেক ছাত্র নেতা ও বন্দর সিবিএ নেতা নায়েবুর ইসলাম ফটিক, আওয়ামীলীগ নেতা আবদুল শুক্কুর, নেছার মিঞা আজিজ, যুবলীগ নেতা মোঃ হাছান উদ্দিন সোহেল, মোঃ সুমন, মোঃ আকবর, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর উদ্দিন মারুফ, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের ভিপি জাহিদ হোসেন খোকন, সাবেক ছাত্রনেতা রনজিত শীল, মহানগর ছাত্র লীগের সদস্য সালাউদ্দিন বাবর, নগর ছাত্রলীগ নেতা মোঃ আরিফ, আমান উল্যাসহ প্রমূখ।

শেয়ার করুন