হালদা নদী থেকে ২হাজার মিটার জাল জব্দ করলো হাটহাজারী উপজেলা প্রশাসন

 কে এম ইউসুফ : বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি (প্রায় ২হাজার মিটার) ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বুধবার (২৭/০৯/২০২৩) ভোররাতে নদীর গড়দুয়ারা ইউনিয়ন ও রাউজান সীমানা এরিয়ায় অভিযান পরিচালনা করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান। আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা অভিযানে সহায়তা করেন।

ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন-‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমি বরাবরই সক্রিয় রয়েছি, মিঠা পানির এই মৎস্য ক্ষেত্রে কাউকে আইন অমান্য করে মাছ শিকার করতে দেয়া হবে না’

শেয়ার করুন