
‘এডুকেশন জোন’ খ্যাত সীতাকুণ্ড কলেজ রোডের অসংখ্য শিক্ষার্থীদের ঝুঁকিতে রেখে মেয়াদ উত্ত্বীর্ণ গ্যাস সিলিন্ডারের এই ব্যবসার নেপথ্যে কারা সেই হদিস যেন মিলছেই না।
সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেটে একটি বদ্ধ পরিবেশে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই জন দগ্ধ হয়। একজন মারা যায় আরেক জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি রড তৈরির কারখানায়। বিস্ফোরণে এক শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তৃতীয় ঘটনাটি ঘটে সারাদিন শ্রমিকরা যে রেস্টুরেন্টে খাবার খায় সেখানে। এই রেস্টুরেন্টে একটি গ্যাস সিলিন্ডার অকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হন। সিলিন্ডার বিস্ফোরণের সবগুলো ঘটনাই সীতাকুণ্ড উপজেলার। সিলিন্ডার বিস্ফোরণ যেহেতু আকস্মিক ঘটে সে ক্ষেত্রে কারো হাত নেই এই কথা বলেই প্রত্যেক ঘটনার পেছনে কারা দায়ী সে খোঁজ নেওয়া হয় না। দফায় দফায় তদন্ত রিপোর্ট হয় কিন্তু শেষ তদন্ত রিপোর্টে কি ফলাফল পাওয়া যায় তা আর জনসাধারণের জানার সুযোগ হয় না। সময় এবং স্থান ভিন্ন ভিন্ন হলেও ঘটনা কিন্তু একই ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ।
সীতাকুণ্ড উপজেলার সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে কলেজ রোড ও এর সংলগ্ন আশেপাশের এলাকা। যে এলাকাটি এডুকেশন জোন বা শিক্ষা অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরাতো আছেই, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর চলাচল এই সড়কেই। আর এই সড়ক ঘেঁষেই কলেজ রোডের রেলগেট সংলগ্ন বেলাল পোল্ট্রি দোকান। এই দোকানের এক পাশে শতাধিক এলপিজি গ্যাস সিলিন্ডারের বোতল গুদামজাত করে রাখা হয়েছে। গুমোটবাধা বদ্ধ পরিবেশে অপর পাশে একটি পোল্ট্রি মুরগির খামার। এ মুরগির খামারে দিনরাত ২৪ ঘন্টা অনেকগুলো বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। বেলাল হোসেনের মালিকানাধীন বিশাল টিন শেডের এ দোকানে গ্যাস সিলিন্ডার ও মুরগি পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। স্থানীয় সুশীল সমাজের আশঙ্কা বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে যেকোনো সময় অগ্নিকা-ের ঘটনা ঘটলে গ্যাস সিলিন্ডার গুলোর বিস্ফোরণে জনবহুল এলাকায় জানমালের ব্যাপক ক্ষতি সাধন হতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগির ফার্মের ভিতরে এপিজি গ্যাস সিলিন্ডার গুদামজাত করে বাবসা করলেও বিস্ফোরক ও ফায়ার সার্ভিসের অনুমতি নেই, নেই কোন সেফটি ব্যবস্থা। দোকানদার বেলাল হোসেন স্বীকার করেন তার কাছে বৈধ কোন কাগজপত্র নেই।
সম্প্রতি তার দোকানে কর্মচারী আলতাফ হোসেনের সাথে বিরোধ হলে ঐ কর্মচারী দোকানের মালিক বেলাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। আশেপাশের দোকানদাররা বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ করে দোকানের ভেতর থেকে অনেক গুলো মেয়াদ উত্তীর্ণ গ্যাসের সিলিন্ডার বোতল সরিয়ে ফেলেছে। এসব মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার গোপনে সরিয়ে আরোও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে সীতাকু- করেজ রোডের বাসিন্দাদের। কেন না এই সিলিন্ডার গোপনে রিফিল করার পর হয় কোন বাসায় না হয় কোন রেস্টুরেন্টে পৌঁছে দিবে তারা ।
তাদের সিলিন্ডার বিক্রির কৌশল আরোও ঝুঁকিপূর্ণ। সিলিন্ডার পরিবহনের বিষয়ে বিধিমালার ৪র্থ পরিচ্ছেদে বলা আছে, গ্যাসপূর্ণ সিলিন্ডার কোন দ্বিচক্রযানে (মোটরসাইকেল, সাইকেল) পরিবহন করা যাবে না। কোন যানে সিলিন্ডার পরিবহনের ক্ষেত্রে সিলিন্ডারের কোন অংশ উক্ত যানের বাইরে থাকা চলবে না। যানের যে অংশে সিলিন্ডার রাখা হয়, সে অংশে কোন ধারালো বস্তুর সংস্পর্শে আনা যাবে না। কিন্তু বেলালের দোকানে মোটরসাইকেল করে এসব সিলিন্ডার বিভিন্ন রেস্টুরেন্ট, বাসা বাড়িতে নিয়ে যাওয়া হয়। কলেজ রোডের একাধিক ব্যক্তি জানিয়েছেন সিলিন্ডার গুলো যখন মোটর সাইকেলের পেছনে করে নিয়ে যাওয়া হয়। তখন দ্রুত গতিতে চালিয়ে যান মোটর সাইকেল চালক। সড়কটি যে যেহেতু খুবই ব্যস্ততম থাকে তাই এটিকে চলন্ত বোমা নাম দিয়েছেন অনেকে। অনেকেই ভয়ে দুর থেকে মোটর সাইকেলটিকে সাইড দিতে বাধ্য হন।
বাংলাদেশে বাসা বাড়ি, রেস্টুরেন্ট এবং বিভিন্ন যানবাহনে যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে তার একটি বড় অংশই খুবই ঝুঁকিপূর্ণ । যেকোন সময় এগুলো বিস্ফোরিত হতে পারে বলে আশংকার কথা জানিয়েছেন সেফ সিলিন্ডার ক্যাম্পেইন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সরকারের বিস্ফোরক অধিদপ্তরের সাথে এই প্রচারণা চালাচ্ছে সেফ সিলিন্ডার ক্যাম্পেইন ।
বাংলাদেশে বাসা বাড়ি, রেস্টুরেন্ট এবং বিভিন্ন যানবাহনে যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে তা কতটা নিরাপদ জানতে চাইলে এই ক্যাম্পেইনের একজন কর্মকর্তা মশিউল খন্দকার বলেন, “নির্দিষ্টভাবে গবেষণা নেই। বিস্ফোরক অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে একটা সিলিন্ডারের নির্দিষ্ট লাইফটাইম থাকে। ১০ বছর কিংবা ১৫ বছর। এর পর সেগুলো ধ্বংস করে ফেলতে হয়। কিন্তু আমাদের দেশে গাড়িতে যেটা ১০ বছর বা ১৫ বছর আগে লাগানো হয় সেটা এখনো চলছে। সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে”।
উল্লেখ্য, গত অক্টোবরেই বিস্ফোরক অধিদপ্তর রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ১১ হাজার গ্যাস সিলিন্ডার পরীক্ষা করে সেগুলোর মধ্য থেকে আট হাজার সিলিন্ডার বাতিল করে।
জানা যায়, উপজেলার পৌর সদর, বাড়বকুণ্ড, বাশঁবাড়িয়া, কুমিরা, বার আউলিয়া, কদম রসুল, ভাটিয়ারী, সলিমপুর, এলাকাজুড়ে রয়েছে ছোট বড় একাধিক গ্যাস সিলিন্ডারে গ্যাস বিক্রির প্রতিষ্ঠান। নয়টি ডিলার হতে বোতল গ্যাস ক্রয় করে অন্যান্য ব্যবসার পাশাপাশি সিলিন্ডার গ্যাস বিক্রি করছে ব্যবসায়িরা। কোনো প্রকার অনুমোদন না নিয়ে বছরের পর বছর ধরে লাইসেন্স ছাড়া চালাচ্ছে অবৈধ সিলিন্ডার গ্যাস বিক্রির ব্যবসা। এ ছাড়া সিন্ডিকেট তৈরির মাধ্যমে দাম বাড়িয়ে অধিক মুনাফা হাতিয়ে নেয়ারও রয়েছে অভিযোগ। ভোক্তাধিকার আইন, পরিবেশ, বিস্ফোরক, ফায়ারসহ সংশ্লিষ্ট লাইসেন্স ব্যতিত গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবসা গড়ে উঠেছে।
সূত্রমতে জানা গেছে, কোনো রকম নিয়মনীতি ছাড়াই শুধু ট্রেড লাইসেন্স নিয়ে আবার কেউ অনুমোদন ও অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দোকানে নেই আগুন নির্বাপক যন্ত্র। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার প্রতিকারও জানা নেই এসব ব্যবসায়ীর।
গত বছরের ৪ জুন এই বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৫১ জন নিহত এবং ২৫০ জন আহত হন। বিএম ডিপোতে অগ্নিকান্ডের ঘটনার কয়েক দিনের মধ্যে অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দে মাঠে নামে আইন প্রয়োগকারী সংস্থা। এ সময় এক অভিযানে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র্যাব। সিলিন্ডার বোতল কেটে স্ক্র্যাপ বিক্রির খবরের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অথচ আইনের আওতায় না আসায় নাকে তেল দিয়ে ঘুমের ঘুরে ব্যবসা চালাচ্ছে লাইসেন্সবিহীন সিলিন্ডার গ্যাস বিক্রেতারা। এ অবস্থায় গ্রাম থেকে শহরে প্রতিদিন বেড়ে চলছে অবৈধ সিলিন্ডার গ্যাস বিক্রি।
সীতাকুণ্ড ফায়ার ষ্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, সীতাকুণ্ডে অনেকগুলো এলপি গ্যাস সিলিণ্ডারের দোকান আছে যেখানে মজুদ রেখে বিক্রি করে। তাদের কোনো অনুমতি নেই এবং গ্যাস রাখার যে পদ্ধতি তা জানা নেই। এসব ব্যবসায়ীদের কাছে ফায়ার লাইসেন্সও নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
চট্টগ্রাম ফায়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর বলেন, দ্রুত এসব অনিয়ন্ত্রিত গ্যাস সিলিন্ডার বিক্রি তদারকি করতে মাঠে নামবো। এ বিষয়ে প্রাথমিক ভাবে মৌখিক সতর্ক করা হয়েছে। পরবর্তিতে নোটিশ প্রদান করবো। এর পরই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। এ অভিযানে নেতৃত্ব দিবেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।