সীতাকুণ্ডে দূর্গাপূজায় কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না

সীতাকুণ্ড মডেল থানা কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলার সভায় সভাপতির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ

সীতাকুণ্ডে দূর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন মতেই সহ্য করা হবে না। দুয়েকজন মানুষের উচ্ছৃঙ্খলার কারণে একটি এত বড় ধর্মীয় অনুষ্ঠান ব্যাহত হলে যার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে তাকে কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না।

রবিবার বিকাল ৪টায় সীতাকুণ্ড মডেল থানা কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলার সভায় সভাপতির বক্তব্যে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ একথা বলেন। তিনি আরো বলেন, উপজেলার প্রত্যেকটি মন্দিরের কমিটি ও স্বেচ্চাসেবকরা সবসময় সচেতন থাকতে হবে। মন্দির এলাকায় কোন বিশৃঙ্খলা কিংবা সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে খবর দিন। বাকি কাজ আমরাই করব। ওসি (তদন্ত) মোঃ আবু সাঈদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সহ-সভাপতি স্বপন কুমার বণিক ও সাধারণ সম্পাদক আশীষ শর্মা, পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজিত পাল, সাধারণ সম্পাদক রকি দাশসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পূজার নেতৃবৃন্দ পূজাকে সুষ্ঠাভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন