
তিনি আজ ৪ অক্টোবর (বুধবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের ৭৫তম বর্ষে পদার্পণ
উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে তিনি বলেন, এই নশ্বর পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেলেও মানুষের স্বপ্ন বেচে থাকে। আমি মনে করি, স্বপ্ন, সভ্যতা এবং ভবিষ্যৎ হচ্ছে মানুষের মনের গন্তব্য। কিছু মানুষ তাদের সময়কে অতিক্রম করে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নেন। সেরকমই একজন মানুষ হলেন আমাদের জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি হলেন ন্যায় পরায়ণ ও ধর্মভীরু ব্যক্তিত্ব।

কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এড: মামুন জোয়ার্দারের পরিচালনায় বক্তব রাখেন জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জমিয়তে ওলামা পার্টি নেতা মাওলানা আবুল কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুব আলম, লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ, কল্যাণ পার্টির নগর সহ-সভাপতি মু: মহিউদ্দিন, মোহাম্মদ মুসলিম সিকদার, যুব কল্যাণ আহবায়কমোসাদ্দেক ফয়সল ও এস ইউ শাহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।